এক সঙ্গে ৫৬ নেতাকে ‘সাসপেন্ড’ করে দিল তৃণমূল

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জুন ২০২৩: এক সঙ্গে ৫৬ নেতাকে ‘সাসপেন্ড’ করে দিল তৃণমূল (TMC)। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) গোঁজ প্রার্থী হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলার জেলা সভাপতিরা নিজের নিজের এলাকার বহিস্কৃত নেতাদের নাম ঘোষণা করবেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সব থেকে বেশি নদিয়া জেলার ২১ জন নেতাকে সাসপেন্ড করা হচ্ছে। এর পরেই দক্ষিণ দিনাজপুর। সেখানকার ১৭ জন নেতাকে সাসপেন্ড করা হতে পারে। বাকিরা রাজ্যের অন্যান্য জেলার। প্রসঙ্গত, নবজোয়ার যাত্রায় অভিষেক সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রার্থী না করা হলে যদি কেউ নির্দল হয়ে লড়ে জয়ী হন, তাঁদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না।