দুর্গাপুর দর্পণ, অন্ডাল: শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের দীর্ঘনালা গ্রামে পথ দুর্ঘটনা ঘটে। এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাইক। আশঙ্কাজনক অবস্থায় সাইকেল আরোহীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
শনিবার তাঁর দেহ নিয়ে এসে রাস্তায় রেখে শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল মন্ডল (৫৫)। তিনি এলাকারই বাসিন্দা। ক্ষতিপূরণের দাবিতে দেহ রাস্তায় রেখে বিক্ষোভ চলতে থাকে। ঘটনাস্থলে পৌঁছান অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে শুরু হয় বচসা। কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ। বহু যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ এবং পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ ওঠে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সাইকেল নিয়ে উজ্জ্বল মন্ডল এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বলবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুই বাইক আরোহীকে আটক করেছে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।