September 29, 2023

Durgapur News: নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে বেপাত্তা তৃণমূল নেত্রী, ‘কন্যাশ্রী’ নিয়ে বিড়ম্বনায় দল

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৯ জুন ২০২৩: রাজ্যে কন্যাশ্রীর মতো প্রকল্প রয়েছে। তা সত্বেও শাসক দলেরই এক নেত্রী নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে দিলেন গোপনে। জানাজানি হতে মেয়েকে ফিরিয়ে আনার নাম করে বেপাত্তা হয়ে গেলেন। পুরো ঘটনায় বিব্রত শাসক দলের নেতৃত্ব। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার ডাকবাংলো মাটিপাড়া এলাকার ঘটনা।

অভিযোগ, গত বৃহস্পতিবার পূর্ণিমা হালদার নামে ওই তৃণমূল নেত্রী তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যান। দিন দুয়েক পরে ফিরে এসে তিনি পড়শিদের মেয়ের বিয়ের ছবি দেখান। প্রতিবেশীরা বিষয়টি কাঁকসার ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানান। আশা কর্মীরা পূর্ণিমার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। পূর্ণিমা তাঁদের জানান, বিকেলে মেয়েকে ফিরিয়ে আনবেন।

তারপর থেকে বাড়ির সবাই উধাও। ব্লক প্রশাসনের তরফে বিষয়টি তদন্ত করে দেখার জন্য পুলিশকে বলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এমন কাজ মোটেও বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন কাঁকসা ব্লকের তৃণমূল নেতৃত্ব। দলের এক নেত্রীর এমন কার্যকলাপ কন্যাশ্রী প্রকল্পের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: