
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ মার্চ ২০২৪: টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দিচ্ছে দলেরই কয়েকজন নেতা। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল কর্মীরা।
দুর্গাপুর পুরসভার ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের কোকওভেন থানার সগড়ভাঙা কলোনিতে কয়েকটি বেসরকারি কারখানা রয়েছে। গত কয়েকবছরে সেই সব কারখানায় স্থানীয়রা কাজ পাচ্ছেন না অথচ কারখানার দূষণ যন্ত্রনা তাঁদেরকেই ভোগ করতে হচ্ছে। যোগ্য স্থানীয়দের তালিকা দলীয় নেতৃত্বকে দেওয়া হয়েছে অনেকবার। কিন্তু কাজ হয়নি। শুধু মিলেছে প্রতিশ্রুতি। অথচ, বাঁকুড়া, বীরভূম সহ ভিন জেলা থেকে লোকেরা এসে কাজ করছেন কারখানাগুলিতে।
প্ল্যাকার্ড হাতে, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার এবং দলীয় পতাকা নিয়ে সগড়ভাঙা কলোনির ওই কারখানাগুলির সামনে দিয়ে মিছিল করে প্রতিবাদ জানান ২৮ এবং ২৯নং ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। নেতৃত্বের বিরুদ্ধে কর্মী নিয়োগে কাটমানি খাওয়ার অভিযোগ এনে সরব হয়েছেন তাঁরা। তৃণমূল কর্মী রঞ্জিত মালির অভিযোগ, বহিরাগতদের কারখানায় কাজ দেওয়া হচ্ছে। স্থানীয়রা চূড়ান্ত সমস্যার মধ্যে দিন যাপন করছেন। দীর্ঘদিন ধরে নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু কাজ কিছু হচ্ছে না। স্থানীয়দের কাজ দেওয়া না হলে কারখানার ভেতর কোন নেতাদের ঢুকতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘কাটমানি নিয়ে কাজ দেওয়া হচ্ছে। স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে না। আর সেই কাটমানি নিচ্ছেন তৃণমূলের নেতারাই। সেই জন্যই আন্দোলন করেছেন তৃণমূল কর্মীরা। মন্ত্রী প্রদীপ মজুমদার প্রতিশ্রুতি দিচ্ছেন স্থানীয়দের কাজ দেওয়ার। কিন্তু আদতে কিছুই হচ্ছে না।’’ সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “তৃণমূল কাটমানি খায় এটা অনেকদিন আগে থেকেই বলছি আমরা। এখন তৃণমূলের কর্মীরাই বলছেন, তাঁদের দলের নেতারা কাটমানি নিয়ে কাজ দিচ্ছেন।’’
তৃণমূলের উপর তলায় কাটমানি না পাঠালে নেতা হওয়া যায় না বলেও কটাক্ষ করেন। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “তৃণমূলের নেতারা উপঢৌকন নিয়ে কাজ দিচ্ছেন বহিরাগতদের। আর, কারখানা কর্তৃপক্ষের সাথে গোপন আঁতাত তৈরি করছে। কিন্তু স্থানীয়দের কেন কাজ দেওয়া হচ্ছে না?’’ যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “ওই কারখানাগুলিতে নতুন করে লোক নিয়োগ হচ্ছে না। যাতে ওই এলাকার বেকার যুবক-যুবতীরা কাজ পায় সেই ব্যবস্থাও করবেন নেতৃত্ব। কিন্তু কেউ বঞ্চিত হলে প্রতিবাদ হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।