দুর্গাপুর, ২৩ এপ্রিল ২০২৪: দুই ট্রাক চালকের মধ্যে বচসা থেকে হাতাহাতি। আচমকা স্ক্রু ড্রাইভার নিয়ে ঝাঁপিয়ে পড়ে একজন অন্যজনের উপর। সোমবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার ফরিদপুর (লাউদোহা) থানার মাধাইপুর এলাকায় এভাবেই খুন হয় ট্রাক চালক মঈনুদ্দিন মন্ডল (৪১)। বাড়ি নদিয়ার হরিণঘাটায়।
জানা গিয়েছে, দুই চালক একই মালিকের গাড়ি চালাত। কোনও কারণে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। তারপরেই এই ঘটনা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনার খবর পেয়ে মঈনুদ্দিন মন্ডলের মামাতো ভাই সাজিদ রহমান দুর্গাপুরে আসেন। তিনি জানান, অভিযুক্ত চালকের বিরুদ্ধে মঈনুদ্দিন মালিকের কাছে ট্রাকের তেল চুরি সহ নানা দুর্নীতির অভিযোগ করত। তাই নিয়ে দুজনের মধ্যে মাঝে মাঝেই অশান্তি লেগে থাকত। এদিন রাতেও সেই একই কারণে দুজনের মধ্যে বচসা শুরু হয়ে বলে মনে করা হচ্ছে। তার জেরেই খুন হতে হয় মঈনুদ্দিনকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।