
দুর্গাপুর: চুরি করে আনা গাড়ির চেচিস নম্বর ও নম্বর প্লেট নকল করে বদলানোর সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতদের নাম সোনু জয়সওয়াল, অঙ্গদ জয়সওয়াল ও গৌতম কুমার। তিনজনেই পানাগড়ের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পানাগড় বাজারের বাইপাসের কাছে। সেখানে একটি ট্রাকের চেচিস নম্বার ও নম্বর প্লেট বদলানোর কাজ চলছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ট্রাকটি বিহারের আড়া থেকে চুরি হয়ে গিয়েছিল কিছুদিন আগে। ধৃতদের শনিবার দুর্গাপুর আদালতে পেশ করা হয়। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন কুমার সিং বলেন, যারা জড়িত তাদের সাথে পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির কোনও যোগ নেই। কড়া ব্যবস্থা নিক পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
