September 28, 2023

পঞ্চায়েত নির্বাচনে সম্মুখ সমরে দুই ভাই

দুর্গাপুর দর্পণ, কৃষ্ণগঞ্জ, ১৮ জুন ২০২৩: পঞ্চায়েত নির্বাচনে সম্মুখ সমরে দুই ভাই। একজন তৃণমূলের,  আরেক জন বিজেপির প্রার্থী। রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নদীয়ার (Nadia) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকার বিকাশ দাস ও সমীর কুমার দাস। টোটো চালক দাদা বিকাশ বিজেপির এবং কাঠের ব্যবসায়ী খুড়তুতো ভাই সমীর তৃণমূলের টিকিটে লড়ছেন।

যে ১০২ নম্বর আসনে দু’জন প্রার্থী হয়েছেন, সেখানে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে লিড পেয়েছিল বিজেপি। এবারের পঞ্চায়েতে সেই আসন দখল করতে মরিয়া তৃণমূল। তাই কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে দুই ভাই। সেই লড়াইয়ের ছাপ কি পরিবারে পড়ছে? দু’জনেরই দাবি, লড়াই শুধু রাজনৈতিক। বাড়িতে তার কোনও প্রভাব পড়বে না। আগে এই আসনে বিজেপি লিড পেয়েছে। পঞ্চায়েতে তাই তিনিই জিতবেন বলে দাবি করছেন বিকাশ। অন্যদিকে তৃণমূল প্রার্থী সমীর বলেন, ‘‘আর বিজেপি নয়, এবার এই আসনে জয়ী হবে তৃণমূল।’’

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: