পুননির্বাচনের সকালে রাজনৈতিক হিংসায় জোড়া মৃত্যু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ জুলাই ২০২৩: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দিন দিনভর উত্তপ্ত ছিল নদিয়া (Nadia)। সোমবার পুনর্নির্বাচনের সকালেও জোড়া মৃত্যুর ঘটনা ঘটল সেখানে। পাট খেত থেকে উদ্ধার হল BJP কর্মীর দেহ। অন্যদিকে, হাসপাতালে মৃত্যু হল ভোটের দিনে আক্রান্ত হয়ে গুরুতর জখম CPM প্রার্থীর শ্বশুরের।
হরেনগরের পণ্ডিতপুরের বাসিন্দা সক্রিয় বিজেপি কর্মী অষ্টম মণ্ডল (৩৪) শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। রবিবার দিনভর তাঁর খোঁজ মেলেনি। সোমবার সকালে বাড়ির অদূরে পাট খেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, অষ্টম রাজনৈতিক হিংসার শিকার। অপহরণ করে খুন করা হয়েছে তাঁকে।
ভোটের দিন কৃষ্ণনগর কোতয়ালি থানার ভালুকা আনন্দবাসে বোমার আঘাতে জখম হন সিপিএম প্রার্থীর শ্বশুর শুকুর আলি শেখ। বেধড়ক মারধরও করা হয় তাঁকে। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে মৃত্যু হয় শুকুর আলি শেখের। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর বোমা ছোড়ে ও মারধর করে। পুলিশ তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।