Durgapur: মোটরভ্যানকে ধাক্কা মেরে লন্ডভন্ড করে দিল ট্রাক, ঘটনাস্থলেই মৃত ২

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ অগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে বসুধা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। মঙ্গলবার একটি মোটর ভ্যানকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি ট্রাক। ভ্যানে থাকা তিনজন আরোহী ছিটকে পড়েন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ইলামবাজার থেকে ব্যবসার প্রয়োজনে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর হাটে এসেছিলেন তাঁরা। বিকালে কাজ শেষে মোটর ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বসুধা এলাকায় উল্টো দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে ভ্যানে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘাতক ট্রাকের খোঁজ চালাচ্ছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।