
দুর্গাপুর: কাঁকসার গোপালপুরের মনেরকোঁন্দা এলাকায় ঢুকে পড়ল দুটি বুনো হাতি। ব্যাপক আতঙ্ক এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে। সম্ভবত বিরুডিহা হয়ে ঢুকেছে তারা। খবর পেয়ে ভোর থেকে তৎপর হয়ে উঠেছেন বন দফতরের কর্মীরা। গ্রামে বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানাতে বলা হচ্ছে। হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে। জঙ্গলে যেতে এখন নিষেধ করছে বন দফতর।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বনদফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল থেকে দুটি দলছুট বুনো হাতি দামোদর নদ পেরিয়ে কাঁকসার রাজবাঁধে প্রবেশ করে। এরপর ১৯ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বিরুডিহা হয়ে গোপালপুরের জঙ্গলে ঢুকে যায়। পরে গোপালপুরের মনেরকোঁন্দা এলাকা হয়ে এলাকার পাশের জঙ্গলে ঢোকে। দিনের আলো ফুটতেই এলাকায় মাইকিং শুরু করে দেন বর্ধমান বন বিভাগের কর্মীরা। জঙ্গলের ভেতর ঢুকতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গোপালপুর বিট অফিসার কিশলয় মুখোপাধ্যায় বলেন, “খবর পেয়ে ভোর থেকে আমরা তৎপরতার সাথে কাজ শুরু করেছি। গোটা গোপালপুর জুড়ে আমরা মাইকিং শুরু করেছি। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানানোর কথা জানানো হচ্ছে। হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে।”
বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
