দুর্গাপুর স্টেশনে দুটি চলমান সিঁড়ি, পানাগড় স্টেশনে পূর্বাঞ্চলের স্টপেজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ সেপ্টেম্বর ২০২৩: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর স্টেশনে দুটি নতুন চলমান সিঁড়ির উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। উপস্থিত ছিলেন পূর্ব রেলের আসানসোল ডিভিসনের ডিআরএম চেতনানন্দ সিংহ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই সহ অন্যান্যরা। দুর্গাপুর স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি দুটি চালু হল।
এদিন পানাগড় স্টেশনে পতাকা নাড়িয়ে কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসের নতুন স্টপেজেরও সূচনা করেন সাংসদ। কলকাতা থেকে এসে বিকাল সাড়ে পাঁচটায় পানাগড়ে ট্রেনটি পৌঁছাবে। অন্যদিকে, রাত ১টা ২ মিনিটে গোরক্ষপুর থেকে এসে পানাগড়ে পৌঁছাবে ট্রেন। যাতায়াতের পথে ট্রেনটি ১ মিনিট করে পানাগড়ে থামবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে স্টপেজ চালু করা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।