মালিকের মেয়েকে ধর্ষণ করে খুন! দুই রাজমিস্ত্রির ফাঁসি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ জুলাই ২০২৩: মালিকের মেয়েকে ধর্ষণ করে খুনে আদালত দুই রাজমিস্ত্রিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছে। এছাড়া দুষ্কর্মে সাহায্য করার জন্য সঙ্গী এক মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছেন বিচারক।২০২১ সালের ৩ মে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) পিংলা (Pingla) থানার জামনা গ্রামে।
গ্রামবাসী স্বপন জানার বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে এসেছিল ওই তিন জন। বেলদার বিকাশ মুর্মু, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের ছোটু মুন্ডা এবং তেমাথানীর তপতী পাত্র। কলেজ ছাত্রী মালিকের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ওই মামলায় ২৬ জনের সাক্ষ্যগ্রহন করা হয়।
সরকারী আইনজীবী দেবাশিস মাইতি জানান, ওই মামলায় মেদিনীপুরের দ্বিতীয় ট্রাক আদালতের বিচারক কুসুমিকা দে বিকাশ ও ছোটুকে দুটি ধারায় পৃথকভাবে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। এছাড়া তাদের সহযোগী তপতীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।