ভারা ভেঙে মুম্বইয়ে মৃত্যু হল বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের

দুর্গাপুুর দর্পণ, বীরভূম, ১ আগস্ট ২০২৩: মুম্বইয়ে মৃত্যু হল বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের। বহুতলে কাজ করতে গিয়ে মৃত্যু হল আফিউদ্দিন শেখ এবং ছোটু শেখ দুই শ্রমিকের। তাঁরা বীরভূমের পাইকর থানার লক্ষ্মীডাঙা গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, আফিউদ্দিন এবং ছোটু মুম্বইয়ের কান্দিভালি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। সোমবার একটি বহুতলের ১৭ তলায় কাজ করছিলেন তাঁরা। সেই সময় ভারা ভেঙে গিয়ে দু’জনেই নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনেরই। গ্রামের বাড়িতে মৃত্যুর খবর আসতেই এলাকায় শোকের ছায়া।