মুখ্যমন্ত্রীর ঘরের সামনে বিতণ্ডায় জড়ালেন রাজ্যের দুই গায়ক মন্ত্রী!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ আগস্ট ২০২৩: সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে রাজ্যের দুই মন্ত্রীর ‘বাদানুবাদ’ ঘিরে চর্চা শুরু হয়েছে। তাঁরা দু’জনেই গায়ক। একজন, পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্য়জন, কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তাছাড়া ইন্দ্রনীল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন।
সূত্রের খবর, বাবুল ইন্দ্রনীলকে উদ্দেশ্য করে বলে ওঠেন, ‘‘তুমি আমার দফতরের কাজ আটকাচ্ছ কেন? তুমি এ ভাবে সরকারি কাজ আটকে রাখতে পারো না। তুমি ফাইল পাঠানো বন্ধ করে দিলে কাজ হবে কী করে!’’ জবাবে ইন্দ্রনীল বলেন, ‘‘তোর যা বলার তুই সেটা দিদিকে গিয়ে বল।’’
এরপর বাবুল বলেন, ‘‘সে আমি তো বলেইছি। যদি দরকার মনে করি আবার বলব। কিন্তু তুমি এ ভাবে আমার দফতরের কাজ আটকাতে পারো না।’’ জবাবে ইন্দ্রনীল বলেন, ‘‘এখানে এ ভাবে কথা বলিস না। তোর দফতরের কাজ কেন আটকাতে যাব আমি! বললাম তো, তোর কিছু বলার থাকলে দিদিকে গিয়ে বল।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।