দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ মার্চ ২০২৪: ডিএসপি দুর্ঘটনার দায়ে দুই আধিকারিককে সাসপেন্ড করলেন দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির কারণেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে ইস্পাত কর্তৃপক্ষের দাবি। গত বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেসের কনভার্টার ৩ এর আউটলাইন পাইপ লাইন লিক করে গরম জল পড়ে হট মেটালে। সেই হট মেটাল ছিটকে ঝলসে যান পাঁচজন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁদের চিকিৎসা চলছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। তিনদিন ধরেই লিক করছিল ওই কনভার্টার, কিন্তু তাঁদের কথায় কর্ণপাত করেননি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা, অভিযোগ শ্রমিকদের। কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে সরব হয় ডান-বাম সহ সব শ্রমিক সংগঠনই। শেষ পর্যন্ত শনিবার দুই আধিকারিককে সাসপেন্ড করা হল।
জানা গিয়েছে, সিজিএম (স্টিল) বি পি রাও এবং ডিএসও (এসএমএস) সৌমেন চট্টোপাধ্যায়কে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের জায়গায় অন্য দুই আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, ” কর্তব্যে গাফিলতির কারণেই দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।