ভিডিও শুট করার নামে রিসর্টে ডেকে তরুণীকে ‘গণধর্ষণ’!

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১ সেপ্টেম্বর ২০২৩: এক বিবাহিতা মহিলাকে ভিডিও শুট করে ইউটিউবে আপলোড করার টোপ দিয়ে রিসর্টে ডেকে পাঠিয়েছিল দু’জন। এরপর ওই তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামের দিগনগরের অরবিন্দ মিশ্র এবং রাধামোহনপুরের বঙ্কিম ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। অরবিন্দ ভিডিওগ্রাফার। বঙ্কিম আউশগ্রামের ভাল্কি মাচানের ওই রিসর্টের কেয়ারটেকার।
অভিযোগকারী তরুণী উত্তর ২৪ পরগনার বারাকপুরের বাসিন্দা। তিনি পুলিশকে জানান, মাসখানেক আগে ফেসবুকে বিজ্ঞাপন দেখে অরবিন্দের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ৮ আগষ্ট তিনি তাঁর স্বামীর সঙ্গে ভাল্কি মাচানের রিসর্টে আসেন ভিডিও শুট করার জন্য। ফি বাবদ ৫ হাজার ১২০ টাকা মিটিয়ে দিয়ে সেদিনই ফিরে যান তাঁরা।
এরপর ফোনে অরবিন্দের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। গত ১৭ আগষ্ট রিহার্সালের জন্য তরুণী স্বামীর সঙ্গে মাচানের ওই রিসর্টে আসেন। অভিযোগ, তাঁকে দোতলার ঘরে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর স্বামীকে নামিয়ে দেওয়া হয়। এরপর রিহার্সালের নাম করে তাঁকে ধর্ষণ করা হয়। কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
আতঙ্কে সেদিন তিনি ও তাঁর স্বামী ফিরে যান বাড়ি। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও থানায় অভিযোগ না হওয়ায় নিশ্চিন্ত হয় অরবিন্দ। বুধবার রাতে অরবিন্দ ফের তরুণীকে ফোন করে কাজের কথা বলে মাচানের রিসর্টে ডেকে পাঠায়। বৃহস্পতিবার স্বামীকে নিয়ে তিনি রিসর্টে আসেন। তাঁর অভিযোগ, ফের দোতলার ঘরে অরবিন্দ তাঁকে ধর্ষণ করে। সেদিন বঙ্কিমও তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরেই তাঁরা সোজা আউশগ্রাম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।