দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৪: মোবাইলে ‘রিলস’ বানাতে নদীর ধারে গিয়েছিল তিনজন তরুণী। একজন আচমকা নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন বাকি দুই জন। প্রথম জন কোনও রকমে পাড়ে উঠে আসেন। কিন্তু ততক্ষণে যাঁরা তাঁকে উদ্ধার করতে গিয়েছিলেন, সেই দুই জন তলিয়ে যান। খবর পেয়ে আশপাশের বাসিন্দারা নদীতে নেমে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃতীয় তরুণীর খোঁজে তল্লাশি চলছে।
শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালে ঘটনাটি ঘটে। অন্ডালের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউসের সামনে দামোদরের পাড়ে রিলস বানাতে যান তিনজন। বাসকা ফিল্টার হাউসের জ্যোতি প্রসাদ (২৫) নামের তরুণীর বাড়িতে রাঁচি থেকে এসেছিলেন দুই আত্মীয় বিউটি পাশওয়ান (২০) এবং প্রিয়াঙ্কা পাশওয়ান। শনিবার সকালে তাঁরা তিনজন মিলে যান ফিল্টার হাউসের সামনে দামোদরের পাড়ে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
রিলস বানাতে বানাতে আচমকা প্রিয়াঙ্কা নদীতে পড়ে যাচ্ছেন দেখে তাঁকে বাঁচাতে দামোদরে ঝাঁপ দেন জ্যোতি ও বিউটি। প্রিয়াঙ্কা কোনও রকমে নদীর পাড়ে উঠে এলেও তলিয়ে যেতে থাকেন জ্যোতি ও বিউটি। প্রিয়াঙ্কার চিৎকার শুনে স্থানীয়রা নদীর জলে ঝাঁপ দেন। ততক্ষণে জ্যোতি ও বিউটি তলিয়ে যান। বেশ কিছুক্ষণ পর বিউটিকে উদ্ধার করা গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি জ্যোতিকে।
বিউটিকে অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। তলিয়ে যাওয়া তরুণীর খোঁজে চলছে তল্লাশি। প্রত্যক্ষদর্শী মিন্টু বসু বলেন, “ওই তিনজন যুবতী রিলস বানাচ্ছিলেন দামোদরের পাড়ে। তখন প্রিয়াঙ্কা পা পিছলে নদীতে পড়ে যেতেই বাকি দুই জন নদীতে ঝাঁপ দেন। প্রিয়াঙ্কা উঠে এলেও ওই দুই জন তলিয়ে যান। আমরা সবাই মিলে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আর এক জনের খোঁজ চলছে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।