কাঁকসা, ২৬ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার বড় রূপগঞ্জের জলাশয়ে শুক্রবার দুপুরে তলিয়ে গেলেন এক ব্যক্তি। পুকুর পাড়ে পড়ে রয়েছে গামছা ও জুতো। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। চলছে উদ্ধার কাজ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
স্থানীয়দের দাবি, এদিন দুপুর ১২টা নাগাদ এক ব্যক্তিকে পুকুরে ডুবে যেতে দেখেন তাঁরা। তাঁরা নিজেরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর দেওয়া হয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে। পুলিশ পৌঁছে ডুবুরি নামিয়ে শুরু করে তল্লাশি। তলিয়ে যাওয়া ব্যক্তি কোথাকার বাসিন্দা তাও জানা যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।