দুর্গাপুর দর্পণ, আসানসোল, ২২ আগস্ট ২০২৩: সোমবার নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসের (Poorva Express) স্লিপার কোচে এক যাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মৃত যাত্রীর নাম মাঝি বাউরি (৫৫)। বাড়ি বীরভূমের (Birbhum) বক্রেশ্বরের বাউরি পাড়ায়।
মাঝি বাউরির ছেলে দিল্লিতে রান্নার কাজ করেন। তিনিও মাঝে মাঝে ছেলের সঙ্গে কাজ করতে দিল্লি যেতেন। সোমবার ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রেনের মধ্যেই আচমকা অচৈতন্য হয়ে পড়েন। আসানসোলে তাঁকে ট্রেন থেকে নামানো হয়। চিকিত্সকরা মাঝি বাউরিকে মৃত বলে ঘোষণা করেন।