ইউটিউব দেখে প্রসব করাতে গিয়ে মৃত্যু হল স্ত্রীর

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ আগস্ট ২০২৩: ইউটিউব দেখে প্রসব করাতে গিয়ে মৃত্যু হল স্ত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) কৃষ্ণগিরিতে। ২৭ বছরের লোগানায়াকি অন্তঃসত্তা ছিলেন। তাঁর স্বামী মধেশ ইউটিউবে সন্তান প্রসব করানোর ভিডিও দেখে পরিকল্পনা করেন বাড়িতেই প্রসব করাবেন।
লোগানায়াকির প্রসব বেদনা উঠলে মধেশ বাড়িতেই ডেলিভারি করাতে শুরু করেন। কিন্তু নাড়ি ঠিকভাবে কাটতে না পারায় প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। নিস্তেজ হয়ে পড়েন লোগানায়াকি। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়েছে।