দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়ার পরাণগঞ্জে খাস জমি দখল ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির ঘটনা ঘটে রবিবার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, পরাণগঞ্জ এলাকায় একটি জমিতে রবিবার সকালে প্রোমোটাররা কাজ শুরু করতে এলে এলাকাবাসীরা ঘিরে ধরেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। এরপর হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠে এলাকা।
স্থানীয় বাসিন্দা মুক্তি ঘোষ অভিযোগ করেন, “খাস জমি দখল দিচ্ছে প্রোমোটাররা। আমরা যখন জমি কিনতে বাধা দিই, তখনকার মতো তারা চলে যায়। তারপর আবার এলাকার কিছু তৃণমূল নেতার প্রত্যক্ষ মদতে লুকিয়ে লুকিয়ে সেই জমি কেনে। সেই জমি দুর্গাপুরে না করে আসানসোলে রেজিস্ট্রি করা হচ্ছে। এইভাবে যদি সরকারি খাস জমে লুট হয় তাহলে গোটা এলাকার মানুষ চরম সমস্যার মুখে পড়বেন। আমরা তারই প্রতিবাদে নেমেছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পাল্টা উত্তম গোপ নামে একজন দাবি করেন, “এইখানে যদি রিসোর্ট তৈরি হয় তাহলে এলাকার বেকার যুবক-যুবতীরা কাজ পাবে। আমার কাকার নামে এই জমি রেকর্ড রয়েছে। এই জমিটি খাস জমি নয়। অযথা ঝামেলা করছেন কয়েকজন।” সমালোচনায় সরব হয়ে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাগ বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে। সরকারি খাস জমিও ছাড় পাচ্ছে না তৃণমূলের হাত থেকে। যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বলেন, “আমি শুনেছি ঝামেলা হয়েছে। তবে, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এসব বিরোধীদের অপপ্রচার। যদি সরকারি জমি হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।