দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ অক্টোবর ২০২৩: জেলায় জেলায় দ্বাদশীতে অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সেদিন কার্নিভাল শুরু হয় বিকেলে। চলে রাত পর্যন্ত। কুমারমঙ্গলম পার্কের কাছ থেকে শুরু হয়ে কার্নিভাল মহিলা কলেজের সামনে দিয়ে চলে যায় গান্ধী মোড়ের দিকে। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, বিধায়ক মদন মিত্র, নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ প্রশাসনের আধিকারিকরা।
দুর্গাপুরের বিগ বাজেটের ১৬ টি পুজো কমিটি অংশ নেয় এই কার্নিভালে। প্রথম স্থান অধিকার করে উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি। রবিবার উর্বশীর তরফে বিজয়ীর ট্রফি হাতে সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা জুড়ে বের হয় শোভাযাত্রা। সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল দেখার মতো। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।