দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জুন ২০২৩: মঞ্চে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকদিন থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে কথা উঠছিল। এখন দেখা যাচ্ছে সত্যিই তিনি অসুস্থ। আমেরিকার বায়ু সেনা একাডেমিতে স্নাতক উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। মঞ্চে উঠে নিজের বসার আসনে বসতে গিয়ে বিপত্তি বাঁধে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্চে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট।
বিষয়টি নজরে আসতেই দৌড়ে আসেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তারাই তাঁকে তুলে ধরে চেয়ারে বসান। তবে অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত দেখেছেন তিনি।এই ঘটনার ব্যাখ্যা দিয়ে হোয়াইট হাউস বিবৃতি জারি করেছে। বলা হয়েছে বালির বস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন তিনি। বর্তমানে সুস্থ রয়েছেন।
WhatsApp Group
Join Now