দুর্গাপুর, ৩০ এপ্রিল ২০২৪: যান্ত্রিক গোলযোগের দরুণ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে আচমকী দাঁড়িয়ে গেল হাওড়া-পাটনা বন্দে ভারত (Vande Bharat Express) এক্সপ্রেস। বিকাল ৫টা ৩০ নাগাদ দুর্গাপুরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। দ্রুত শুরু হয় মেরামতের কাজ। শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা ১০ নাগাদ ট্রেনটি ফের রওনা দেয়। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, খবর পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হয়। ইঞ্জিনে টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেন নিজে থেকে দাঁড়িয়ে যায়। অতিরিক্ত ইঞ্জিন আসার পরে ফের ট্রেনটি রওনা দেয়।
এদিন দুর্গাপুর স্টেশন থেকে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ট্রেন না ছাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। তাঁরা ট্রেন থেকে নেমে যান। এরপরেই বুঝতে পারেন, গোলযোগ হয়েছে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার চেতন আনন্দ সিং আসেন দুর্গাপুর স্টেশনে। প্রায় ৩৯ ডিগ্রি তাপমাত্রায় যাত্রীরা নাকাল হন। পরে রানিগঞ্জ থেকে একটি ইঞ্জিন এনে টেনে নিয়ে যাওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেসকে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।