September 29, 2023

বন্দে ভারত বোলপুরে কতক্ষণ দাঁড়ালো জানেন?

দুর্গাপুর দর্পণ, বোলপুর, ২৬মে ২০২৩: বৃহস্পতিবার বীরভূমের (Birbhum) বোলপুরে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে। ট্রেনটির হাওড়া পৌঁছানোর কথা ছিল রাত ১০টা ৩৫ নাগাদ। সেখানে বোলপুর থেকেই ট্রেনটি যাত্রা শুরু করে রাত ১০টা নাগাদ। অথচ ঘোষিত সূচী অনুযায়ী ট্রেনটির বোলপুর ছাড়ার কথা ছিল ৮টা ৩৫ নাগাদ।

এদিন বিকাল থেকে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গ জুড়ে। বিদ্যুতের লাইনে গাছ পড়ে সমস্যা হয়। তার উপরে বর্ধমান-রামপুরহাট লুপলাইনের গুসকরা ও পিচকুড়িরঢাল স্টেশনের মাঝে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টগ্রাফে সমস্যা দেখা দেয়। তাই বন্দে ভারতকে আটকে দেওয়া হয় বোলপুর স্টেশনে। প্রায় দেড় ঘণ্টা পরে ফের ট্রেনটি বোলপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: