দুর্গাপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করল বাণী বন্দনা সঙ্গীত অ্যাকাডেমি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করল বাণী বন্দনা সঙ্গীত অ্যাকাডেমি।বৃহস্পতিবার দুর্গাপুর সি-জোন এর চিলড্রেন্স অ্যাকাডেমির অডিটোরিয়ামে দুর্গাপুর বাণী বন্দনা সঙ্গীত অ্যাকাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিবস। দুর্গাপুর, গোপাল মাঠ, বাঁকুড়ার কচিকাঁচা শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে দর্শক শ্রোতাদের মোহিত করে তোলে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী দীপক রায়। তবলায় প্রবাল দে, কী বোর্ডে হীরালাল ধীবর, অক্টোপ্যাডে রিঙ্কু রায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে যান। উদ্যোক্তা সংস্থার অধ্যক্ষ্যা ডোনা পাল মজুমদার এবং অ্যাকাডেমির কর্ণধার সুখ দেবী ব্যানার্জী সহ অ্যাকাডেমির ছাত্র ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকল দুর্গাপুর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

