দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ জানুয়ারি ২০২৩: প্রজাতন্ত্র দিবস (Republic Day) ও সংবিধান নিয়ে রকমারি আকর্ষণীয় সব তথ্য রয়েছে। রাজপথে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হয় ১৯৫৫ সালে। তার আগে এই রাস্তার নাম ছিল কিংসওয়ে। কুচকাওয়াজের ট্যাবলোগুলির গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় পাঁচ কিলোমিটার। প্রতি বছর কোনও একজন রাষ্ট্র নায়ক, প্রধান অতিথি হয়ে আসেন। ১৯৫০ সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। এবার আসার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর।
পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান হল ভারতের সংবিধান। প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টায় কাজটি একা হাতে সম্পন্ন করেন। এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি। সংবিধানের ভিতরে থাকা নকশা করেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা।
নকশায় আঁকা রয়েছে বেদ, রামায়ণ, মহাভারত থেকে মহাত্মা গাঁধীর ডান্ডি অভিযান, সুভাষ চন্দ্র বসুর ছবি, টিপু সুলতান, সম্রাট অশোকের ছবি। হাতে লেখা সংবিধানের প্রতিলিপি হিলিয়াম পূর্ণ বদ্ধ পাত্রে সংরক্ষিত রয়েছে সংসদ ভবনে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RepublicDay2024