You are currently viewing ছট পুজো ঘিরে দুর্গাপুরে রাজনৈতিক তৎপরতা

ছট পুজো ঘিরে দুর্গাপুরে রাজনৈতিক তৎপরতা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ নভেম্বর ২০২৩: সামনেই লোকসভা নির্বাচন। সেই ভোটের দিকে তাকিয়ে দুর্গাপুরের অবাঙালি প্রধান এলাকাগুলিতে ছট উৎসব ঘিরে রাজনৈতিক তৎপরতা দেখা গেল। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দুর্গাপুরের বিভিন্ন ঘাটে ছট পুজোর আয়োজনে অংশ নেন। উদীয়মান সূর্যকে স্বস্ত্রীক অর্ঘ্য প্রদান করেন। তিনি বলেন, ‘‘সূর্য দেবতার কাছে সকলের মঙ্গল কামনা করেছি। দুর্গাপুর শিল্পাঞ্চলে সবাই মিলে যেমন দুর্গাপুজো করি, তেমনই ছটের অনুষ্ঠানও পালন করি।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply