
দুর্গাপুর: স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি। প্রতি বছর এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। ১৯৮৪ সালে ভারত সরকার ১২ জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম জাতীয় যুব দিবস পালিত হয়েছিল ১৯৮৫ সালে। স্বামীজির জীবন ও দর্শণ বিশেষ করে তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বানীর মাধ্যমে যুব সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই স্বামীজির জন্মজয়ন্তীতে ‘জাতীয় যুব দিবস’ হিসাবে পালন করা হয়।
এই দিনে ক্রীড়া, সেমিনার, নানান প্রতিযোগিতা, স্বামী বিবেকানন্দের উপর বক্তৃতা প্রভৃতির আয়োজন করা হয়। দুর্গাপুরের Dr. B C Roy Engineering College (BCREC) কর্তৃপক্ষ দিনটি যথোপযুক্ত মর্যাদার সঙ্গে দিনটি পালন করেন। কলেজ চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পড়ুয়ারা। অনুষ্ঠানের সূচনা হয় অধ্যাপিকা প্রিয়াঙ্কা রায় পরিবেশিত সঙ্গীতের মাধ্যমে। স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন Dr. B C Roy Engineering College এর অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার, Dr. B. C. Roy Academy of Professional Courses এর অধ্যক্ষ অধ্যাপক ড. রাজীব রায়, Dr. B C Roy Polytechnic College এর অধ্যক্ষ অধ্যাপক ড. চন্দন কুমার ঘোষ, Dr. B C Roy Society এর সদস্যা সাধনা শিকদার সহ অন্যান্যরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অধ্যক্ষরা প্রত্যেকেই তাঁদের মূল্যবান বক্তব্যে স্বামীজীর আদর্শ ও দর্শণের কথা তুলে ধরেন এবং উপস্থিত পড়ুয়াদের তা অনুসরণ করার পরামর্শ দেন। কলেজের এনসিসি টিম কুচকাওয়াজের মাধ্যমে স্বামীজীকে শ্রদ্ধাজ্ঞাপন করে। অনুষ্ঠান শেষ হয় অধ্যাপিকা প্রিয়াঙ্কা রায় পরিবেশিত আরও একটি সঙ্গীতের মধ্য দিয়ে। এদিনই কলকাতায় কলেজের মুখ্য পরামর্শদাতা ড. সৈকত মৈত্র কলকাতায় স্বামীজীর স্মরণে আয়োজিত র্যালির সূচনা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
