দুর্গাপুর: রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দীর্ঘদিন ধরে বেহাল। বার বার মিলেছে আশ্বাস। কাজের কাজ কিছু হয়নি। প্রতিবাদে মঙ্গলবার বাঁশকোপা টোল প্লাজার গেট খুলে দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘন্টা দেড়েক ধরে সব গাড়ি বেরিয়ে যায় টোল না দিয়েই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সার্ভিস রোড সংস্কারের দাবি জানানো হলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই করেননি। মঙ্গলবার সকালে তাই বাধ্য হয়ে জাতীয় সড়কের টোল প্লাজা খুলে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এর জেরে দেড় ঘন্টা ধরে কার্যত ফ্রি হয়ে যায় টোল প্লাজা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রাহুল মন্ডল নামের রাজবাঁধের এক বাসিন্দা অভিযোগ করেন, “আমাদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাতায়াত করতে। অথচ জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোন হেল দোল নেই। আমরা সেই জন্য টোল প্লাজার গেট খুলে দিই দেড় ঘন্টা ধরে।” টোল প্লাজার ম্যানেজার পবন কুমার সিংহ বলেন, “জাতীয় সড়কের উপর টোল প্লাজা কেন্দ্রীয় সরকারের সংস্থা। বিক্ষোভের জন্য টোল ফ্রি হয়ে গিয়েছিল। বহু টাকার রাজস্ব নষ্ট হয়েছে। কত টাকা তা আমরা দেখছি। তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।