আউসগ্রামে তৃণমূল-সিপিএমের সংঘর্ষ মৃত্যু হল সিপিএম কর্মীর

দুর্গাপুর দর্পণ, পূর্ব বর্ধমান, ৮ জুলাই ২০২৩: ভোটযুদ্ধে (#PanchayatElection2023) বলি আরও ১। গতকাল রাতে আউসগ্রাম-২(Purba Bardhaman) ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল-সিপিএমের সংঘর্ষ বাঁধে। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক (বয়স ৩২)। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি হয়। শারীরিক অবনতির কারণে গভীর রাতে এন আর এস-এ স্থানান্তরিত করা হয়। আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর।