দুর্গাপুর দর্পণ, ৩১ মে ২০২৪: দূষণ রুখতে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা সচেতনতার বার্তা প্রচার করলেন। স্মারকলিপি দিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের তৎপর হওয়ার দাবি তুললেন তাঁরা। বিজ্ঞান মঞ্চের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক রমেশ মন্ডল জানান, তাঁরা এলাকায় এলাকায় মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে চলেছেন।
কাঁকসা থেকে শুরু করে দুর্গাপুর-ফরিদপুর, অন্ডাল পাণ্ডবেশ্বর সহ প্রতিটি ব্লকের প্রান্তিক এলাকায় বিভিন্ন কর্মসূচি করছেন। বৃক্ষ নিধন না করা, ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করার বার্তা দিচ্ছেন। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক কল্লোল ঘোষ, রাজ্য কমিটির সদস্য রামপ্রণয় গাঙ্গুলি, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি অরুণ কিরণ চ্যাটার্জি, সম্পাদক রমেশ মন্ডল প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।