পঞ্চায়েত ভোটের মুখে রাতে স্কুলে ডেকে গ্রামবাসীদের খাওয়ানো হচ্ছে মাংস-ভাত

দুর্গাপুর দর্পণ, নবদ্বীপ, ৩ জুলাই ২০২৩: রাতে সরকারি স্কুল খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে চলছে মাংস ভাত খাওয়া দাওয়া। স্কুল চত্বরে পড়ে রয়েছে মদের বোতল। পঞ্চায়েত নির্বাচনের (WB Panchyat Vote) আগে এমনই অভিযোগ উঠেছে নদিয়ার (Nadia) নবদ্বীপ বিধানসভার চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনকি গ্রামের বাসিন্দাদেরও স্কুলে ডেকে মাংস ভাত খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ।
ঘটনা চরমাজদিয়া গভর্নমেন্ট কলোনি জুনিয়ার স্কুলের। স্কুলের চৌহদ্দির মধ্যেই পড়ে রয়েছে মদের বোতল। বিরোধীদের অভিযোগ, তৃণমুল প্রার্থীরা মাংস ভাত খাইয়ে এলাকার ভোট কিনতে চাইছে। রাতের বেলায় স্কুলের চাবি কোথায় পেল তৃণমূল, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাঁরা জানিয়েেছেন, স্কুলের ভিতরে মাইক এবং দলীয় পতাকা লাগিয়ে দেদার অনুষ্ঠান করছে রাজ্যের শাসক দল তৃণমূল।