পার্থেনিয়ামের ঝোঁপে ঢেকেছে আশপাশ, আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জুলাই ২০২৪: পার্থেনিয়াম গাছে গোটা এলাকা ঢেকে গিয়েছে । প্রাথমিক বিদ্যালয়ের সামনেও পার্থেনিয়ামের ঝোঁপ হয়েছে । পার্থেনিয়ামের জঙ্গল তৈরি হয়েছে লোকালয়ের ভিতরেও । পার্থেনিয়ামের রেণু বাতাসে উড়ে বেড়ায় । তা থেকে হাঁপানি, চর্ম রোগ সহ নানা রোগ সৃষ্টি হয় । বিশেষ করে পার্থেনিয়াম ছুঁলে তা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় । অথচ পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বিদবিহারের রাজহাট এলাকায় দেখা যাচ্ছে, প্রাথমিকের খুদে পড়ুয়ারা পার্থেনিয়াম গাছে হাত দিচ্ছে যখন তখন ।
রাজ্যের বিভিন্ন প্রান্তে এই গাছ নির্মূল করতে পুরসভা ও পঞ্চায়েতের পক্ষ থেকে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কাঁকসার বিদবিহারের গ্রাম গুলিতে এই গাছ নির্মূল করতে কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পঞ্চায়েতকে, এমনই অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি এলাকার একটি নয় মাসের শিশুর হঠাৎ অসুস্থতায় মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ওই শিশুর বাবা সুমন্ত বাউড়ি অভিযোগ করে বলেন, “আমাদের চরম সমস্যার মধ্যে থাকতে হয়। পার্থেনিয়াম গাছ ক্ষতিকর শুনেছি। সেই গাছ সাফাইয়ের কোনও উদ্যোগই নেওয়া হয়নি। তাছাড়া আমাদের বাড়ির চারপাশ আবর্জনায় ভরে গিয়েছে। নিকাশি নালার মুখ বন্ধ। মশা মাছির উপদ্রব বাড়ছে। কয়েকদিন আগে আমার নয় মাসের সন্তানেরও মৃত্যু হয়েছে। মশা মাছি আর এই গাছের জন্যই আমার এত বড় ক্ষতি হয়েছে বলে আমার মনে হচ্ছে। পুরো এলাকা দ্রুত সাফাই করা হোক।” বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, “আমাদের তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে সাফাই অভিযান। স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ওই এলাকাতেও দ্রুত সাফাই কাজ করা হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।