দুর্গাপুর দর্পণ, ৩ জুলাই ২০২৪: আর পাঁচটা জায়গার মতো গণধোলাই নয়। মোবাইল চুরিতে অভিযুক্ত যুবককে দড়ি দিয়ে বেঁধে রেখে থানায় খবর দিলেন গ্রামবাসীরা। বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বিদবিহারের ঘটনা। বিদবিহারের শিবপুরের পার্থ লোহার নামের এক যুবকের বিরুদ্ধে অতীতে কয়েকবার বাইক চুরি এবং মোবাইল চুরির অভিযোগ উঠেছে। এবার মহাদেব বাগদি নামের এলাকার এক যুবকের মোবাইল ও ড্রাইভিং লাইসেন্স চুরির অভিযোগ উঠল পার্থর বিরুদ্ধে।
বুধবার তাকে দেখা মাত্র পাকড়াও করে ফেলেন মহাদেবের মা বন্দনা। তারপরেই সে যাতে পালাতে না পারে তাই হাত দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হয় পাড়ার মন্দিরে। মোবাইল ফিরিয়ে দিতে বলা হয় তাকে। কিন্তু সে সাড়া না দেওয়ায় গ্রামের লোক খবর দেন কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে পার্থকে আটক করে নিয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বন্দনা বলেন, “কয়েকদিন আগে আমার ছেলের বাইকের ডিকি থেকে মোবাইল ও বাইকের লাইসেন্স চুরি করে নিয়ে পালায় পার্থ। আমরা বার বার তাকে মোবাইল ও ড্রাইভিং লাইসেন্স ফিরিয়ে দেওয়ার জন্য বলেছি। কিন্তু সে কোনও কথা শোনে না। তারপর থেকে বেশ কিছুদিন তাকে এলাকায় দেখাই যাচ্ছিল না। বুধবার সকালে ওদের বাড়িতে দেখতে পাই পার্থকে। তারপরেই ধরে নিয়ে আসি। পাড়ার সকলে মিলে হাতে দড়ি বেঁধে মন্দিরে বসিয়ে রাখি। আমরা মারধর করিনি। ও যাতে না পালাতে পারে সেজন্যই দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। পুলিশের হাতে তুলে দিয়েছি। আমার ছেলে মোবাইল যাতে ফিরে পাই, সেই ব্যবস্থা করুক পুলিশ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।