গ্রামের রাস্তায় বাঁশ ফেলে বন্ধ করে দেওয়া হল বালির ট্রাক্টরের যাতায়াত

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর ২০২৩: ট্রাক্টরে করে ভিজে বালি গ্রামের ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই বালির জল রাস্তায় পড়ছে। তাছাড়া বর্ষায় ভিজে রাস্তা দিয়ে ঘন ঘন বালি বোঝাই ট্রাক্টর যাওয়ায় রাস্তা ভেঙে যাচ্ছে। এমন অভিযোগ তুলে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের ডাঙালপাড়ার বাসিন্দারা রাস্তায় বাঁশ ফেলে ট্রাক্টর আটকে দিলেন। বিজেপির অভিযোগ, বর্ষায় সরকারি ভাবে বালির ঘাট বন্ধ রয়েছে। তা সত্বেও তৃণমূলের মদতে বেআইনি বালির কারবার চলছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।