You are currently viewing পাঁঠা বলি নিয়ে তুমুল সংঘর্ষ দুর্গাপুরের দুই ক্লাবের, জখম ৭

পাঁঠা বলি নিয়ে তুমুল সংঘর্ষ দুর্গাপুরের দুই ক্লাবের, জখম ৭

ঘটনায় জড়িত অভিযোগে দু’পক্ষের মোট ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরের মহিস্কাপুর প্লটের শ্মশানকালী মন্দিরে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। 

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ নভেম্বর ২০২৩: কালী পুজোর পাঁঠা বলিকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে তুমুল সংঘর্ষ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। পুলিশ কর্মী সহ জখম দু’পক্ষের মোট ৭ জন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে দু’পক্ষের মোট ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরের মহিস্কাপুর প্লটের শ্মশানকালী মন্দিরে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। এদিনই ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।

দেখুন ভিডিও

অগ্রণী ক্লাবের সদস্য তথা মন্দির কর্তৃপক্ষের তরফে কৌশিক সামন্ত অভিযোগ করেন, মহিস্কাপুর প্লটের শ্মশান কালী মন্দিরে পুজো চলছিল। প্রভাত সংঘের সদস্যরা প্রায় ৭০-৮০জনকে সঙ্গে নিয়ে পাঁঠা বলির জন্য মন্দিরে আসেন। তাঁরা মন্দির কর্তৃপক্ষকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ।

আচমকা তাঁরা ইট পাটকেল নিয়ে চড়াও হন বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। ততক্ষণে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এবং প্রভাত সংঘ ক্লাবের সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। উভয় পক্ষের কয়েকজনের পাশাপাশি এক পুলিশ কর্মীও আহত হন বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে স্থানীয়দের দাবি। যদিও পুলিশ লাঠিচার্জের কথা মানেনি। গ্রেফতার করা হয় উভয় পক্ষের ৮জনকে। সংঘর্ষে জখম প্রভাত সংঘের সদস্য বিট্টু সান্যালের অভিযোগ, ওই শ্মশানকালী মন্দিরে অন্যান্য বছরের মত এবারও গ্রামের মানুষ পাঁঠা বলি দেখতে গিয়েছিলেন। তখনই বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে গন্ডগোল শুরু করেন অগ্রণীর সদস্যরা। গ্রামবাসীরা থামাতে গেলে তাদের উপর হামলা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply