দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ মার্চ ২০২৪: ফের উত্তপ্ত পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গোপালপুর। শ্মশান থেকে মৃত তৃণমূল কর্মীর দেহ ফিরিয়ে নিয়ে এসে অভিযুক্ত সুদের কারবারির গ্রেফতারের দাবিতে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স।
মঙ্গলবার গভীর রাতে কাঁকসার গোপালপুর উত্তরপাড়ায় সুদের ব্যবসায়ী শম্ভু দাসের বিরুদ্ধে তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে। এরপরেই গা ঢাকা দেয় শম্ভু দাস, তার স্ত্রী ও দুই ছেলে। রাতেই উত্তেজিত এলাকাবাসী শম্ভু দাসের একটি চার চাকার গাড়িতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাড়িতে। বুধবার দিনভর উত্তেজনা সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর দেহ এলাকায় নিয়ে আসতেই ফের উত্তেজনা তৈরি হয়। পুলিশের তৎপরতায় কোনওক্রমে দেহ শ্মশানে নিয়ে যাওয়া হলেও ফের শ্মশান থেকে তৃণমূল কর্মীর দেহ নিয়ে আসা হয় অভিযুক্তের বাড়ির সামনে। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত শম্ভু দাসকে গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাহ করা হবে না বলে জানিয়ে দেন স্থানীয়রা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটকাতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা এবং ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।