অপারেশন সিঁদুরের সাফল্যে বাইক র্যালি করল বিশ্ব হিন্দু পরিষদ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অপারেশন সিঁদুরের সাফল্যে বাইক র্যালি করল বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সকালে বাংলা ঝাড়খন্ড সীমানা থেকে শুরু হয় এই র্যালি। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বরাকর, আসানসোল, রানিগঞ্জ হয়ে দুর্গাপুরের (Durgapur) বেনাচিতি বাজারে আসে র্যালি। বিশ্ব হিন্দু পরিষদের কয়েকশো কর্মী সমর্থককে দেখা যায় জাতীয় পতাকা নিয়ে বৃষ্টির মধ্যে ভারত মাতার জয়ধ্বনি দিতে। র্যালিতে অংশ নিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “অপারেশন সিঁদুরের সাফল্যের পরে দেশ জুড়ে ভারতীয় সেনাদের সম্মান জানানো হচ্ছে। আজ আসানসোল সাংগঠনিক জেলা জুড়ে বাইক র্যালি করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কর্মসূচী পালিত হয়।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

