দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৪: কোপাই নদীতে স্নানে নেমে রহস্যমৃত্যু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। মৃতের নাম মহাদেব হাজরা (২৪)। বাড়ি বোলপুর কালিমোহনপল্লি এলাকায়। পাড়ার এক বৃদ্ধের মৃত্যুর পরে দেহ নিয়ে বাকিদের সঙ্গে সুখনগরের শ্মশানে যান তিনি। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে কঙ্কালীতলায় কোপাই নদীতে অস্থি বিসর্জনের জন্য কয়েকজনের সঙ্গে নামেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বুধবার বোলপুর থানায় পরিবারের পক্ষ থেকে ছাত্র নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ ডুবুরিদের নিয়ে তল্লাশি চালায়। শেষ পর্যন্ত কঙ্কালীতলার শ্মশানের কাছে কোপাই নদীর ড্যামে একটি ঝোঁপ থেকে দেহটি উদ্ধার হয়। দেহ বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতের বাবা সুনীল হাজরা জানান, ছেলের মৃত্যু নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।