দুর্গাপুর দর্পণ, ১৩ মে ২০২৪: বুথ তো নয়, যেন বিয়েবাড়ি! সোমবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে অবাক ভোটাররা! ৫০ বছর আগে আজকের দিনে বিয়ে হয়েছিল সিনহা দম্পতির। বিবাহ বার্ষিকীর দিনে রঙিন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে ঋষিকেশ সিনহা ও গোপা সিনহার মনে পড়ে গেল সেই দিনের কথা।
দুর্গাপুরের এই ভোটগ্রহণ কেন্দ্রটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। এই কেন্দ্রে রয়েছে পাঁচটি বুথ। মোট ২০ জন মহিলা কর্মী রয়েছেন। ৯ জন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান ৫ জন রাজ্য পুলিশের মহিলা কর্মী নজরদারি চালাচ্ছেন। মোট ভোটার রয়েছেন ৪০০০। নির্ধারিত সময় অর্থাৎ সকাল সাতটা থেকে শুরু হয়ে গেল ভোটদান পর্ব।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সুসজ্জিত ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন প্রবীণ মহিলা ভোটার অঞ্জলি দাস। তিনি জানান, তাঁরা সূর্যের তাপ এড়াতে সকাল সকাল ভোটদান কেন্দ্রে পৌঁছেছেন। তবে প্রথমে এসে তাঁরা ভেবেছিলেন এটা বিয়েবাড়ি। এইভাবে সজ্জিত ভোটদান কেন্দ্র দেখে তাঁরা খুব উচ্ছ্বসিত। নির্বাচন কমিশন বাড়তি উৎসাহ বাড়িয়েছে প্রবীনদের মধ্যে বলেও জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।