দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১৮ মার্চ ২০২৪: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত প্রধানমন্ত্রীর ছবির উপর দিয়েই চলছে যাতায়াত। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডালের ঘটনা। অন্ডাল ওয়ার্কশপ (সেন্ট্রাল স্কুলের ) সামনের রাস্তায় পড়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সহ অনেকের ছবি। কেউ সেই সব ছবি রাস্তায় ফেলে দিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অভিযোগ, ছবির উপর দিয়েই লোকেরা হেঁটে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেন্ট্রাল স্কুলের পুরনো ছবি সেখানে ফেলা হয়েছে। যদিও এ’বিষয়ে কিছু বলতে চাননি স্কুলের প্রিন্সিপ্যাল। তবে এলাকার সচেতন বাসিন্দারা এই ঘটনার চরম নিন্দা করছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।