দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ জুলাই ২০২৪: বিদ্যুতের খরচ কে দেবে? এই প্রশ্নের উত্তর মিলছে না। আর শুধু সেজন্যই পড়ে থেকে নষ্ট হচ্ছে আড়াই লক্ষ টাকার জল প্রকল্প। অথচ পথচলতি মানুষজন নির্জলা থাকছেন। তীব্র গরমেও জল পাচ্ছেন না। বাধ্য হয় দোকান থেকে পকেটের টাকা খরচ করে জল কিনে খেতে হচ্ছে। অবিলম্বে জলপ্রকল্প চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগড়ের দার্জিলিং মোড়। কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ নানা রুটের প্রায় তিনশো বাস এই মোড় দিয়ে যাতায়াত করে। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়ক কার্যত এখানে এসেই মিশেছে জাতীয় সড়কে। শত শত মানুষ প্রতিদিন এই মোড় হয়ে যাতায়াত করেন। পানীয় জলের সরকারি ব্যবস্থার দাবি ছিল দীর্ঘদিনের।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
শেষ পর্যন্ত দার্জিলিং মোড়ে পানীয় জলের সমস্যা মেটাতে গত পঞ্চায়েত নির্বাচনের আগে এগিয়ে আসে ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত। প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে গড়ে ওঠে জল প্রকল্প। সাবমার্শিবল পাম্প বসে। জলের ট্যাঙ্ক হয়। পানীয় জলের কল বসানো হয়। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও এই জল প্রকল্প থেকে কেউ জল পাননি আজও। কেন এভাবে তৈরি একটি প্রকল্প চালু হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রকল্পটি পড়ে থাকায় কলগুলি চুরি হয়ে যাচ্ছে।
ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, সরকারি উদ্যোগে জলপ্রকল্প গড়ে তোলা হয়েছে। কিন্তু প্রকল্প চালাবার জন্য যে বিদ্যুৎ খরচ হবে সেই বিল কে দেবে তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। যাতে দ্রুত প্রকল্পটি চালু হয়, সেটা তিনিও চান বলে দাবি করেন তিনি। বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, এই সব প্রকল্প কেন্দ্রীয় সরকারের টাকায় তৈরি। রাজ্যের পঞ্চায়েত বিদ্য়ুতের বিল মেটাতে পারে না। পারে শুধু ঠিকাদারি ও কাটমানি করতে। জলপ্রকল্প তৈরির আগেই তো ভাবা উচিত ছিল বিদ্যুতের বিল কে দেবে! (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।