দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ নভেম্বর ২০২৩: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনাল শেষে বৃষ্টিতে পন্ড হবে না তো? ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করে। এরপর ভারত ব্যাট করতে নামার কিছুক্ষণ পরে শুরু হয় বৃষ্টি। তবে মিনিট পনেরো পরেই বৃষ্টি থেমে যায়। ফের খেলা শুরু হয়। অস্ট্রেলিয়া জয়ী হয়।
এবারও সেই ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে শেষ ৮টি ম্যাচে টানা জয় পেয়ে অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে। আমেদাবাদে সেই হাইভোল্টেজ ম্যাচের আগে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে রবিবার যদি বৃষ্টি হয়, তাহলে সোমবার সেই অংশ থেকেই ফের খেলা শুরু হবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৮ শতাংশ। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।