দুর্গাপুর দর্পণ ডেস্ক: ভাতা বাড়ল। ৩ হাজার টাকা থেকে বেড়ে হল ৫ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে মাসে ৩ হাজারের বদলে ৫ হাজার টাকা করে ভাতা পাবেন ‘কর্মবন্ধু’রা। ১ সেপ্টেম্বর থেকেই বর্ধিত হারে ভাতা পাবেন তাঁরা। ২০১৮ সালে ‘কর্মবন্ধু’দের ভাতা ছিল মাসে ৩ হাজার টাকা। সেই হারেই এতদিন ভাতা পেতেন তাঁরা। ৬ বছর পর কর্মবন্ধু’দের ভাতা বৃদ্ধি হল। এবার থেকে তাঁরা মাসে পাবেন ৫ হাজার টাকা করে। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি কর্মবন্ধুরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now