September 28, 2023

নীতি আয়োগের বৈঠকে থাকছে না বাংলা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ মে ২০২৩: নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বলে আগেই জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বদলে তিনজনের নাম প্রস্তাব করেছে করা হয়েছিল রাজ্য থেকে। বলা হয়েছিল, এই তিনজনের মধ্যে যে কোনো একজন বৈঠকে যোগ দেবেন। কিন্তু কেন্দ্রের বক্তব্য নীতি আয়োগের সদস্য শুধু মুখ্যমন্ত্রী। তাই তাঁর বদলে অন্য কেউ বৈঠকে যোগ দিতে পারবে না।

রাজ্যের তরফ থেকে যে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল তাঁরা হলেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অর্থসচিব মনোজ পন্থ। কেন্দ্রের আপত্তি থাকায় নীতি আয়োগের বৈঠকে থাকছে না বাংলা। মুখ্যমন্ত্রী বলেন, ২৭ মে নীতি আয়োগের বৈঠক। রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। সেই বকেয়া মেটানোর দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: