ডেঙ্গি জ্বরে কাবু পশ্চিম বর্ধমান..কী করছে প্রশাসন? প্রশ্ন মানুষের

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ২৭ জুলাই ২০২৩: আসানসোল (Paschim Burdwan) মহকুমায় এবার ডেঙ্গি (dengue) আক্রান্তের হদিস। একলাফে মহকুমায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত বার আসানসোলে ভয়াবহ অবস্থা হয়েছিল। এ বার এখনও পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে দাবি।
আসানসোল পুর-এলাকায় ডেঙ্গির প্রকোপও তেমন নেই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস। যদিও দুর্গাপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। জেলায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩৫। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুর-পরিষেবা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। অভিযোগ, নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, জেলার স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। যদিও স্বাস্থ্য দফতর এই অভিযোগ মানতে নারাজ।