You are currently viewing বিশ্বভারতীর ইউনেস্কো ফলক নিয়ে এবার মুখ খুললেন অগ্নিমিত্রা

বিশ্বভারতীর ইউনেস্কো ফলক নিয়ে এবার মুখ খুললেন অগ্নিমিত্রা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ অক্টোবর ২০২৩: সম্প্রতি ইউনেস্কো স্বীকৃতি সংক্রান্ত যে ফলক বিশ্বভারতী কর্তৃপক্ষ তৈরি করেছেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে নিশানা করে ফলক বিতর্কে দিল্লির কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের ঝাঁঝড়ায় বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূলকে পাল্টা নিশানা করলেন। তিনি বলেন, বিশ্বভারতীতে যে ফলক দেওয়া হয়েছে তা ইউনেস্কো থেকে দেওয়া হয়েছে। এর সাথে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের কোন যোগ নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবার জন্য শিক্ষা চেয়েছিলেন। পশ্চিমবঙ্গের শিক্ষার কী অবস্থা!’’ ইউনেস্কো থেকে যে স্বীকৃতি এসেছে তা নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে জড়ানো উচিত নয় বলেও তিনি দাবি তোলেন।

পাশাপাশি তিনি রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ওই রকম নেতাদের সংস্পর্শে এসে বাকিবুর রহমানদের মত চুনোপুটি নেতারাও ফুলে ফেঁপে উঠছে। গরিব মানুষের রেশন খোলা বাজারে বিক্রি করেছে ওরা। ওদের শাস্তি হওয়া দরকার। তিনি এদিন ঝাঁঝড়া এলাকায় লক্ষ্মীপুজো দিয়ে দলীয় কর্মীর বাড়িতে লক্ষ্মীপুজো উপলক্ষে মধ্যাহ্নভোজ সারেন। দলীয় কর্মীদের খোঁজখবর নেওয়ার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply