দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ আগস্ট ২০২৪: বৃষ্টি হয়নি। মাইথন ও পাঞ্চেত থেকেও জল আসা প্রায় বন্ধ। তাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিভিসি ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কমতে শুরু করেছে। শুক্রবার থেকে জল ছাড়া শুরু হয়। রবিবার জল ছাড়ার পরিমাণ এক লক্ষ কিউসেক ছাপিয়ে যায়। রাত আটটা নাগাদ ১ লক্ষ ২৪ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল। তবে সোমবার সকাল আটটায় কমে হয় প্রায় ১ লক্ষ ১৬ হাজার কিউসেক। যত সময় এগোচ্ছে কতই কমছে জল ছাড়ার পরিমাণ।
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।