বালেশ্বর রেল দুর্ঘটনার প্রথম ২৪ ঘন্টায় কী কী হল?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ জুন ২০২৩: ওড়িশার বালেশ্বরে (Balsore) শুক্রবার বিকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। এখন পর্যন্ত প্রায় ২৬১জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন প্রায় সাড়ে ছয়শো যাত্রী। কেটে গেল প্রায় ২৪ ঘন্টা। এই সময়ে কী কী ঘটল তার একটি রূপরেখা থাকছে এই প্রতিবেদনে।
শুক্রবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা সাড়ে ৬টার পরে বালেশ্বর সংলগ্ন বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। করমণ্ডল এক্সপ্রেস একই লাইনে আগে আগে চলতে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মারে। লাইনচ্যুত হয়ে কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের লাইনে। সেই লাইন দিয়ে তখন আসছিল যশবন্তপুর এক্সপ্রেস। বেলাইন হওয়া কামরাগুলিতে ধাক্কা মারে যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটিরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
শনিবার সকালে দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এদিনই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে শনিবার দুপুরে সেখানে পৌঁছান। রেলমন্ত্রীকে পাশে নিয়েই তিনি বলেন, ‘‘রেলের সমন্বয়ের অভাব রয়েছে।’’ তিনি জানান, রাজ্যের যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান। #trainaccidentatbalasore